চুক্তি অনুযায়ী অর্থ দেয়নি বলে অভিযোগ করে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন তিনি।
প্যারিসের একটি আদালতে কিলিয়ান এমবাপের দায়ের করা অভিযোগের শুনানি চলছে। এমবাপের আইনজীবীরা জানিয়েছেন, এখনও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবের কাছে বড় অঙ্কের টাকা পান এই তারকা ফুটবলার। তাদের দাবি পিএসজির হয়ে প্রথমবার চুক্তি করার সময় এমবাপে যে ৩৬.৬ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল সেই অর্থ এখনও পরিশোধ করেনি ক্লাবটি।
গত বছর এপ্রিল, মে ও জুন মাসের বেতন বাবদ প্রতি মাসে ৫.৭৫ মিলিয়ন ইউরো করে মোট ১৭.২৫ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল এমবাপের। সেই সঙ্গে বোনাস বাবদ আরও ৫ লাখ ইউরো বকেয়া রয়েছে। সব মিলিয়ে পিএসজির কাছে এমবাপে পান মোট ৫৫.৪ মিলিয়ন ইউরো যা এখনো পরিশোধ করা হয়নি।
এমবাপের আইনজীবীরা জানিয়েছেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছিলেন এমবাপে। কিন্তু পিএসজি কোনও সদুত্তর দেয়নি। প্রায় এক বছর ধরে পাওনা অর্থ চাইলেও ক্লাব গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ মে নির্ধারিত হয়েছে।
এমবাপে অভিযোগ তুলেছেন তার পাওনা অর্থ আটকে রেখে পিএসজি শুধু নিয়ম ভেঙেছে তা নয় বরং এটি দুর্নীতির শামিল। তিনি ফরাসি ফুটবল ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ করেছেন এবং দাবি তুলেছেন পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বহিষ্কার করা উচিত। এই বিষয়ে উয়েফার সঙ্গে আলোচনা করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এমন সময়েই মাঠের পারফরম্যান্সেও দুই দলের অবস্থান বিপরীত। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এমবাপের বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হেরে গেছে আর্সেনালের কাছে। ফিরতি পর্বে তাদের কাজ কঠিন। বিপরীতে পিএসজি ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে এবং সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে ফরাসি ক্লাবটি।
ইউএ / টিডিএস