নিউক্যাসল কোচ এডি অসুস্থ হয়ে হাসপাতালে

স্পোর্টস ডেস্ক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের প্রধান কোচ এডি হাউ।

রবিবার (১৩ এপ্রিল) প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে দেখা যাবে না তাকে। শনিবার এক বিবৃতিতে নিউক্যাসল ক্লাব জানায়, ৪৭ বছর বয়সী হাউ গত কয়েক দিন ধরেই অসুস্থতা অনুভব করছিলেন। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় এডি হাউ সচেতন আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সম্প্রতি লিগ কাপ জয়ে দীর্ঘ ৭০ বছরের ট্রফি খরা ঘোচায় নিউক্যাসল যার কৃতিত্ব মূলত এডি হাউয়ের। তার কোচিংয়ে দলটির পারফরম্যান্সে এসেছে দৃশ্যমান পরিবর্তন। বর্তমানে নিউক্যাসল প্রিমিয়ার লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে হাউ নিউক্যাসলকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার অধীনে ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৫টি ম্যাচ খেলেছে যেখানে জয় এসেছে ৮৪টি, ড্র ৩৬টি এবং হার ৪৫টি ম্যাচে।

ইউএ / টিডিএস

You may also like