আবারো চিরচেনা ফর্মে ফিরে বার্সেলোনা চলতি মৌসুমে ২৩ ম্যাচের প্রতিটিতেই জয় অর্জন করে অপ্রতিরোধ্য ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা রেখেছে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামতে থাকে কাতালানরা। প্রথম ১০ মিনিটেই ডর্টমুন্ডের গোলরক্ষক কোবেল বার্সেলোনার আক্রমণ দুটি রুখে দেন। প্রথমে ইয়ামাল এবং পরে লেভানডফস্কির শট আটকে দেন সুইস এই গোলরক্ষক। তবে বার্সেলোনা তাদের চাপ ধরে রাখে এবং ২৫ মিনিটে এর ফল পায়। ফ্রি কিকে ইনিগো মার্তিনেসের হেডে বল পেয়ে যান পাউ কুবার্সি, তবে সেটি জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এতে চলতি মৌসুমে বার্সার জার্সিতে তার ১২তম গোলটি হয়।
প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতির পর মাত্র তিন মিনিটের মধ্যে নিজেদের দ্বিতীয় গোলটি করে নেয় তারা। ইয়ামালের ক্রস থেকে বল পেয়ে রাফিনিয়া হেড করেন, কিন্তু সেটি চলে যায় লেভানডফস্কির কাছে, যিনি সহজেই বলটি জালে পাঠান। ৬৬ মিনিটে আবারো গোল করেন লেভানডফস্কি এবং ৪-০ গোলের ব্যবধানে ম্যাচের প্রথম লেগ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
দ্বিতীয় লেগে ১৫ এপ্রিল ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাল ইদুনায় দুই দল মুখোমুখি হবে।
ইউএ / টিডিএস