চলতি বছরের জানুয়ারিতে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বর্তমানে ইংল্যান্ডে থাকা এই ফুটবলারের ক্লাব শেফিল্ড ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) উত্তরণের পথে এগিয়ে থাকলেও একই সময়ে লেস্টার সিটি অবনমনের শঙ্কায় রয়েছে। এর মধ্যে হামজার সাবেক ক্লাবটি একটি বিব্রতকর রেকর্ডও গড়েছে।
ইপিএলের প্রথম ক্লাব হিসেবে লেস্টার সিটি টানা আটটি ম্যাচেই পরাজিত হয়েছে যেখানে তারা কোনো গোল করতে পারেনি। নিজেদের সর্বশেষ ম্যাচে বুধবার (৯ এপ্রিল) নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। এই পরাজয়ের পর লেস্টার ইপিএলের পয়েন্ট টেবিলের ১৯ নম্বরে নেমে গেছে। তাদের পিছনে রয়েছে শুধুমাত্র সাউদ্যাম্পটন।
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো লজ্জাজনক কীর্তি আর একটি ক্লাবই গড়েছিল সেটা হলো সাদারল্যান্ড। ১৯৭৬-৭৭ মৌসুমে তারা টানা আট ম্যাচে গোলহীন হয়ে হারের মুখ দেখেছিল।
অন্যদিকে লেস্টার সিটি সর্বশেষ গোলটি পেয়েছিল গত ২৬ জানুয়ারি যখন তারা টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ গোলে জয় পায়। তাছাড়া এই দুঃস্বপ্নময় মৌসুমে লেস্টার প্রথম দল হিসেবে ঘরের মাঠে ১১টি ম্যাচ হারের রেকর্ডও গড়েছে গতকাল।
ইউএ / টিডিএস