আইসিসির মাস সেরা তালিকায় জায়গা পেলেন আইয়ার-রাচিন

স্পোর্টস ডেস্ক

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা দুই ক্রিকেটার।

তারা হলেন চ্যাম্পিয়ন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার এবং রানার্স আপ নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র। এছাড়া তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইয়ার ভারতের হয়ে সর্বোচ্চ ১৭২ রান করেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৫ রান এবং গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রান করেন।

রাচিন রবীন্দ্র টুর্নামেন্টে দুই সেঞ্চুরি করেন এবং মার্চে তিনটি ওয়ানডেতে ১৫১ রান করেন। এছাড়া বল হাতে ৩ উইকেট নেন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকান এই ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার।

জ্যাকব ডাফি অসাধারণ মার্চ কাটান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পেলেও, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে ১৩ উইকেট নেন। প্রথম ও চতুর্থ ম্যাচে ১৪ ও ২০ রান দিয়ে ৪টি করে উইকেট তুলে নেন এবং টি-২০ বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসেন।

ইউএ / টিডিএস

You may also like