মরক্কোর মারাকেশে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল হোটেল পেস্টানা সিআর৭ মারাকেশ-এ একটি ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ এপ্রিল) হোটেলের একটি কক্ষে আগুন লেগে গেলেও হোটেল কর্তৃপক্ষ এবং জরুরি সেবা সংস্থাগুলোর দ্রুত হস্তক্ষেপে আগুন খুব শীঘ্রই নিয়ন্ত্রণে আনা হয়।
হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অগ্নিকাণ্ডটি ছিল সামান্য এবং এতে কেউ আহত হয়নি। হোটেল থেকে কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। দ্রুত নেওয়া নিরাপত্তা ব্যবস্থা অতিথি ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। ঘটনার পর হোটেলটি স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং নিয়মিতভাবে অতিথিদের সেবা দিচ্ছে বলে জানানো হয়।
২০১৯ সালে উদ্বোধন হওয়া পেস্টানা সিআর৭ মারাকেশ হোটেলটি মারাকেশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিলাসবহুল হোটেল। এটি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পেস্টানা হোটেল গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। হোটেলটিতে রয়েছে প্রশস্ত রুম, ছাদে টেরেস, সুইমিং পুল, ফিটনেস সেন্টারসহ আধুনিক সব সুযোগ-সুবিধা।
হোটেলটি জেমা-এল-ফনা স্কয়ার, কুতুবিয়া মসজিদ এবং ঐতিহাসিক মদিনার মতো গুরুত্বপূর্ণ পর্যটনস্থলের কাছাকাছি অবস্থিত ফলে এটি ব্যাপক জনপ্রিয়। রোনালদোর পেস্টানা সিআর৭ ব্র্যান্ডের আরও হোটেল রয়েছে লিসবন, মাদেইরা এবং বিশ্বের অন্যান্য শহরেও।
ইউএ / টিডিএস