রোনালদো স্প্যানিশ ক্লাব কিনতে আগ্রহী

স্পোর্টস ডেস্ক

স্পেন ছেড়েছেন প্রায় সাত বছর হয়ে গেল, আর সৌদি আরবে আছেন তিন বছর। আল নাসর ক্লাবে খেলছেন, কিন্তু অবসর নেওয়ার পর কোথায় যাবেন? স্প্যানিশ আউটলেট মুন্ডো দেপর্তিভো-এর প্রতিবেদনে বলা হচ্ছে, অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি স্পেনেই ফিরে আসবেন, তবে কোচ হিসেবে নয়, ক্লাব মালিক হিসেবে। তিনি ভ্যালেন্সিয়া ক্লাবটি কিনতে পারেন এবং আগামী মৌসুমেই তা বাস্তবায়িত হতে পারে।

তবে রোনালদো একটি শর্ত রেখেছেন, সেটি হলো—ভ্যালেন্সিয়া আগামী মৌসুমেও লা লিগা-তে টিকে থাকতে হবে। বর্তমানে ক্লাবটির মালিক পিটার লিম, যিনি সিঙ্গাপুরভিত্তিক এক ধনকুবের। তবে তার কাছ থেকে ক্লাবটির কোনো যত্নশীল মনোযোগ পাওয়া যাচ্ছে না, এবং সম্প্রতি ভ্যালেন্সিয়ার সমর্থকরা মালিকানা পরিবর্তনের জন্য বিক্ষোভ করেছেন। পিটার লিম ও রোনালদোর সম্পর্ক ভালো, আর এরই মধ্যে পিটার লিম নাকি রোনালদোকে ক্লাবটি বিক্রির প্রস্তাব দিয়েছেন। মিরর-এর রিপোর্ট অনুযায়ী, ভ্যালেন্সিয়া কিনতে ১৬৯ মিলিয়ন পাউন্ডের দরকার, যা রোনালদোর এক বছরের আয়ের থেকেও কম। সৌদি ক্লাবে রোনালদো প্রতি বছর আয় করেন ২০২ মিলিয়ন পাউন্ড। সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান-এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ক্লাব কিনতে রোনালদোর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

ফুটবলে এই তারকার ব্যবসায়িক উদ্যোগের মধ্যে রয়েছে হোটেল চেইন, ক্লথিং ফ্র্যাঞ্চাইজি, লাইফস্টাইল ব্র্যান্ড, ফিটনেস সেন্টার, রিয়েল এস্টেট, এবং মিডিয়া অ্যান্ড টেকনোলজি। যদি স্প্যানিশ ক্লাবটি তার ব্যবসায়িক সাম্রাজ্যে যুক্ত হয়, তবে তা নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। যদিও রোনালদো এই ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে দেপর্তিভো-এর রিপোর্টার জুলিয়ান রেদোনদো জানিয়েছেন যে, রোনালদো ভ্যালেন্সিয়া কেনার ব্যাপারে আগ্রহী, কারণ তিনি সৌদি আরবে কয়েক বছর কাটানোর পর স্পেনে ফিরে আসতে চান।

সৌদিতে রোনালদো কতদিন থাকবেন, তার একটি ধারণা পাওয়া গেছে। তিনি ১ হাজার গোল করার লক্ষ্য নিয়েছেন। শুক্রবার রিয়াদ ডার্বিতে আল হিলাল-এর বিপক্ষে দুটি গোল করার পর তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩১ (১ হাজার ২৭২ ম্যাচে)। এক হাজার গোল পূর্ণ করতে যত সময় লাগে, ততদিন তিনি আল নাসর-এ থাকবেন। এছাড়া ২০৩৪ সালে সৌদি আরবে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেই ইভেন্টে তিনি সৌদি আরবের প্রচারণায় অংশ নেবেন। তাই তার ভবিষ্যত পরিকল্পনায় ভ্যালেন্সিয়া ক্লাব কেনা যুক্ত থাকতে পারে।

বর্তমানে ভ্যালেন্সিয়া লা লিগার পয়েন্ট তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে। তাদের লা লিগা-তে টিকে থাকার জন্য এই অবস্থান ধরে রাখা জরুরি। ফুটবলার হিসেবে কেউ ক্লাবের মালিক হতে পারবে না, যদি সেটি স্বার্থবিরোধী হয়—যেমন একই লিগে খেলোয়াড় একটি ক্লাব কিনলে সমস্যা হতে পারে। তবে যেহেতু রোনালদো সৌদি প্রো লিগে খেলছেন, তাই লা লিগা-এর ক্লাব কিনতে তার কোনো বাধা নেই। কারণ আল নাসর ও ভ্যালেন্সিয়া কখনোই প্রতিদ্বন্দ্বী হবে না, তবে একমাত্র প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হতে পারে।

You may also like