চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু হওয়া ব্যর্থতার ধারাবাহিকতা এখনও পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। বারবার দল পুনর্গঠন করেও মিলছে না কাঙ্ক্ষিত সাফল্য। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ভিন্ন এক পাকিস্তান দেখার আশায় বুক বেঁধেছিল সমর্থকেরা। কিন্তু আশাভঙ্গের পাশাপাশি এবার নতুন বিতর্কে জড়ালেন দলের অলরাউন্ডার খুশদিল শাহ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সফরে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজে তারা হোয়াইটওয়াশ হয়। পুরো সিরিজজুড়ে কিউইদের সামনে একেবারেই নিষ্প্রভ ছিল পাকিস্তান দল।
শেষ ওয়ানডেতে ৪৩ রানে হারার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে ড্রেসিংরুমে ফেরার সময় দর্শকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন খুশদিল। মাঠে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে গ্যালারি থেকে কটূ মন্তব্য আসছিল। সেই অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে তেড়ে যান খুশদিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষী ও সতীর্থরা তাকে শান্ত করেন।
এই ঘটনার পর পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় বইছে খুশদিলের আচরণ নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, “খুশদিল শাহ দর্শকদের অপমানজনক আচরণ দেখে তাদের শান্ত থাকার অনুরোধ জানান। কিন্তু কিছু আফগান দর্শক পশতু ভাষায় আরও আপত্তিকর মন্তব্য করে পরিস্থিতি জটিল করে তোলে।”
এ ঘটনার জন্য খুশদিলকে শাস্তির মুখে পড়তে হতে পারে, যদিও এখনও পর্যন্ত আইসিসি বা পিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।