হাঁটুর ইনজুরিতে লম্বা বিরতিতে স্টোন

স্পোর্টস ডেস্ক

হাঁটুর চটের কারণে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে অলিভার স্টোনকে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে আবু ধাবিতে নটিংহ্যামশায়ারের প্রাক-মৌসুম সফরের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন অলিভার স্টোন। চলতি সপ্তাহে করা স্ক্যানে দেখা যায়, তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এখন শুরু হচ্ছে তার পুনর্বাসন প্রক্রিয়া যেখানে তিনি ইসিবি ও নটিংহ্যামশায়ারের চিকিৎসক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

এই চোটের কারণে আসন্ন গ্রীষ্মের ছয়টি টেস্টেই মাঠের বাইরে থাকবেন ৩১ বছর বয়সী এই পেসার। ইংল্যান্ড আগামী ২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে। এরপর জুন-জুলাইয়ে রয়েছে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তবে অগাস্টের মধ্যে সম্পূর্ণভাবে ফিট হয়ে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন স্টোন।

২০১৯ সালের জুলাইয়ে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল স্টোনের। কিন্তু এরপরের তিনটি গ্রীষ্ম কাটে পিঠের চোটে ভুগে। ২০২১ সালে খেলেছিলেন কেবল দুটি টেস্ট। প্রতিপক্ষ ছিল ভারত ও নিউজিল্যান্ড।

ইউএ / টিডিএস

You may also like