চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ডার্বি জয়ের আনন্দে কয়েকজন রিয়াল খেলোয়াড়ের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিপক্ষ সমর্থকদের অসম্মান করার অভিযোগ ওঠে কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার, দানি সেবায়োস এবং ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপেকে ৩০ হাজার ইউরো এবং সেবায়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। বাংলাদেশি মুদ্রায় যার মোট পরিমাণ প্রায় এক কোটি ২০ লাখ টাকা।
তবে একই অভিযোগ থাকলেও রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
শুধু আর্থিক জরিমানাই নয় এমবাপে ও রুডিগারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধও করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী এক বছরের মধ্যে যেকোনো সময় তারা এই শাস্তি ভোগ করবেন অর্থাৎ চলতি মৌসুমে তাদের খেলা আপাতত বাধাগ্রস্ত হচ্ছে না।
বাংলাদেশ সময় ৯ এপ্রিল রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও এই চার ফুটবলারই গুরুত্বপূর্ণ ওই ম্যাচে মাঠে নামতে পারবেন যা রিয়াল শিবিরে স্বস্তির বাতাস বইয়ে দিয়েছে।
ইউএ / টিডিএস