দ্বিতীয় বোলার হিসেবে নজির গড়লেন নারাইন

স্পোর্টস ডেস্ক

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সুনীল নারাইন। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছালেও এখনো মাঠে দাপট দেখাচ্ছেন এই ক্যারিবিয়ান স্পিনার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রায় সব লিগেই খেলেছেন তবে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তার সম্পর্কটা বিশেষ। দলটির হয়ে তিনি জিতেছেন তিনটি আইপিএল শিরোপা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিলেন নারাইন। দলের জয়ের দিনে ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেন এক উইকেট। আর সেই এক উইকেটের সুবাদেই গড়েছেন এক অনন্য রেকর্ড। কলকাতার জার্সিতে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি যা তাকে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক দলের হয়ে টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তিতে পৌঁছে দিয়েছে।

এর আগে এই নজির গড়েছিলেন একমাত্র ইংলিশ স্পিনিং অলরাউন্ডার সামিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে তিনি ২০৮টি উইকেট শিকার করেছেন।

এক দলের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংলিশ পেসার ক্রিস উড যিনি হ্যাম্পশায়ারের হয়ে নিয়েছেন ১৯৯টি উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিকার করেছেন ১৯৫টি উইকেট।

ইউএ / টিডিএস

You may also like