ইংল্যান্ড সিরিজে কঠোর প্রস্তুতিতে ভারত

স্পোর্টস ডেস্ক

বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের ক্রিকেটাররা। তবে এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের খেলোয়াড়রা। কারণ টুর্নামেন্ট শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারত।

এই সিরিজই হবে ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম লড়াই। তাই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে সম্পূর্ণ প্রস্তুত থাকতে চায় দল। এ কারণে লোকচক্ষুর আড়ালে নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সাধারণত সফরকারী দল বিদেশে গিয়ে স্থানীয় কাউন্টি দল বা বোর্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে। তবে ভারত এবার সেই পথ অনুসরণ করছে না। ইংল্যান্ডের কোনো কাউন্টি দলের বিপক্ষে না খেলে রোহিত শর্মারা মুখোমুখি হবেন ভারত ‘এ’ দলের।

ভারত ‘এ’ দলও একই সময়ে ইংল্যান্ড সফরে থাকবে এবং দু’টি চার দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ডের কাউন্টি দলের বিপক্ষে। সেই সুযোগই কাজে লাগাতে চায় মূল দল। গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রস্তুতি ম্যাচটি হবে কেন্ট কাউন্টির মাঠে।

তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চেয়েছে এই ম্যাচ লোকচক্ষুর আড়ালে থাকুক। ফলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। বিসিসিআই এখনও ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করেনি তবে আইপিএলের মাঝামাঝি সময়ে তা চূড়ান্ত করা হবে।

ইউএ / টিডিএস

You may also like