সম্প্রতি ইয়াসিনকে ম্যাচ চলাকালীন সময়ে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে না বলে জানিয়ে দিয়েছে মেজর লিগ সকার কতৃপক্ষ।
মেজর লিগ সকার কতৃপক্ষের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিজে জানিয়েছেন ইয়াসিন। তিনি জানান,‘তারা (আয়োজকেরা) আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি সাত বছর ইউরোপে ছিলাম। লিগ ওয়ান (ফ্রান্সের লিগ) এবং চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেই সময় মাত্র ছ’জন মাঠে ঢুকতে পেরেছিল। আমেরিকায় আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে ঢুকে পড়েছে। এটা এখানে বড় সমস্যা। আমি মেসিকে সাহায্য করতে চাই।’
ম্যাচ চলাকালীন দর্শকদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর হচ্ছে এমএলএস কর্তৃপক্ষ। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মেসির নিরাপত্তার দায়িত্ব তাদের নিজস্ব নিরাপত্তারক্ষীরাই পালন করবে। ফলে আলাদা করে কোনও দেহরক্ষীর প্রয়োজন নেই। এর ফলে মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চেউকো আর মাঠে দায়িত্ব পালন করতে পারবেন না।
এর আগেও মেসির সঙ্গে জড়িয়ে আলোচনায় এসেছিলেন চেউকো। ইউটিউবার ও বক্সার লোগান পলের চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি বিতর্কের জন্ম দেন। লোগান একাধিকবার মেসিকে বক্সিং রিংয়ে মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানালেও এলএমটেন তাতে কোনও সাড়া দেননি। পরে লোগান চেউকোকে বক্সিং ম্যাচের চ্যালেঞ্জ ছুড়ে দিলে তিনি তা গ্রহণ করেন।
ইউএ / টিডিএস