ভুবনেশ্বর ভাগ বসালেন ব্রাভোর রেকর্ডে

স্পোর্টস ডেস্ক

শুধু ভালো বল করেই থামেননি, ভুবনেশ্বর গড়েছেন এক বিশেষ রেকর্ডও।

বুধবার (২ এপ্রিল) আইপিএলে প্রথম হারের মুখ দেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই ম্যাচ জয়ের পর গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে তারা। তবে ম্যাচে হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।

গুজরাট অধিনায়ক শুভমানে গিলের উইকেট তুলে নিয়ে আইপিএলে পেসারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে চলে এসেছেন। আইপিএল ক্যারিয়ারে নিজের ১৮৩ তম উইকেট পেয়েছেন ভুবনেশ্বর যা তাকে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ডোয়াইন ব্রাভোর রেকর্ডে সমান করে দিয়েছে। ব্রাভো ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট নিয়েছিলেন আর ভারতীয় পেসারের লাগল ১৭৮ ম্যাচ।

ব্রাভো ও ভুবনেশ্বরের পর আইপিএলে উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা। যিনি ১২২ ম্যাচে নিয়েছেন ১৭০ উইকেট। এরপরই ১৬৫ উইকেট নিয়ে যশপ্রীত বুমরা ও ১৪৪ উইকেট নিয়ে উমেশ যাদব আছেন।

তবে পেসারদের মধ্যে সবার উপরে থাকলেও আইপিএলের সর্বকালের সেরা উইকেট শিকারির তালিকায় ভুবনেশ্বর আছেন তৃতীয় স্থানে। শীর্ষে আছেন পীযূষ চাওলা (১৯২) এবং যুজবেন্দ্র চাহাল (২০৬)।

ইউএ / টিডিএস

You may also like