শচীন কন্যার মালিকানায় মুম্বাই দল

স্পোর্টস ডেস্ক

মুম্বাই দলের মালিকানা কিনে নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন সারা!

ক্রিকেটের সঙ্গে সারা টেন্ডুলকারের সম্পর্ক নতুন কিছু নয়। শচীন টেন্ডুলকারের মেয়ে হিসেবে ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে তার সংযোগ স্বাভাবিক। তবে এবার দর্শক হিসেবে নয় সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন তিনি।

তবে এটি মাঠের কোনো ক্রিকেট টুর্নামেন্টের দল নয়। সারা মোবাইল গেম ‘রিয়েল ক্রিকেট’ ভিত্তিক গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগের জন্য মুম্বাই দলের মালিকানা কিনেছেন। এর আগে এই ই-স্পোর্টস টুর্নামেন্টটি দুইবার আয়োজন করা হয়েছে।

ক্রিকেট সারার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এবার নতুনভাবে এর সঙ্গে যুক্ত হতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস দারুণ মজার একটি ক্ষেত্র। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাই দলের মালিক হতে পেরে আমার স্বপ্ন সত্যি হয়েছে। নতুন প্রতিভাদের সঙ্গে যুক্ত হয়ে একটি শক্তিশালী দল গড়তে চাই।’

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই গেমের। এখন পর্যন্ত ৩০ কোটির বেশি বার এটি ডাউনলোড করা হয়েছে। প্রথম সিজনে ২ লাখেরও বেশি প্লেয়ার রেজিস্ট্রেশন করেছিল, আর দ্বিতীয় সিজনে সেই সংখ্যা বেড়ে ৯ লাখে পৌঁছায়। এবারের আসরে রেজিস্ট্রেশন সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইউএ / টিডিএস

You may also like