হ্যামিল্টনের সিডন পার্কে দ্বিতীয় ওয়ানডেতে নেমেই সমর্থকদের দুঃসংবাদ দেয় পাকিস্তান। টসের সময় অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানান, চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। তবে অবাক করা বিষয়, পরে কনকাশন সাব হিসেবে তিনিই মাঠে নেমে পাকিস্তানকে বড় লজ্জা থেকে রক্ষা করেন! বাবর আজম, রিজওয়ানসহ স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার মাঝে নাসিম যেন ব্যাটিং শেখালেন সবাইকে।
এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। ব্যাটিং বিপর্যয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের প্রথম ছয় ব্যাটার মিলে করেন মাত্র ৩২ রান। ব্যর্থতার মিছিলে ছিলেন বাবর আজম (১), রিজওয়ান (৫), ইমাম-উল-হক (৩), আব্দুল্লাহ শফিক (১) ও সালমান আলি আগা (৯)। টপ অর্ডারের ভরাডুবিতে ছয় নম্বরে নামা তৈয়ব তাহিরই (১৩) প্রথম ব্যাটার হিসেবে দুই অঙ্কের ঘরে পৌঁছান। ফলে পাকিস্তান বড় ব্যবধানে হারের অপেক্ষায় ছিল।
যদিও শেষদিকে নবম উইকেটে নাসিম শাহ ও ফাহিম আশরাফ ৬০ রানের জুটি গড়ে ব্যবধান কিছুটা কমান। ফাহিম ৭৩ ও নাসিম ৫১ রান করলেও পাকিস্তান ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায়। তবে এই দুই ব্যাটারের লড়াই না হলে ৭২ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান আরও বড় লজ্জায় পড়তে পারত। দুজনই এই ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম ফিফটি করেন। নাসিম শাহ পাকিস্তানের মাত্র দ্বিতীয় ব্যাটার, যিনি ১১ নম্বরে নেমে অর্ধশতক করলেন।
ম্যাচের আগে নাসিমের ছিটকে যাওয়ার কথা জানিয়েছিলেন রিজওয়ান, তবে তার চোটের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। নাসিমের জায়গায় একাদশে ঢোকেন ওয়াসিম জুনিয়র। অন্যদিকে, প্রথম ইনিংসে পুরো ১০ ওভার বল করে ৭৫ রানে ১ উইকেট নেওয়া হারিস রউফ ব্যাটিংয়ের সময় চোট পান। কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের একটি বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে ফিজিও পরীক্ষা করে তাকে খেলার বাইরে রাখার সিদ্ধান্ত নেন।
ইউএ / টিডিএস