মেসিবিহীন আর্জেন্টিনার অবিশ্বাস্য র‍্যাঙ্কিং অর্জন

স্পোর্টস ডেস্ক

পরপর দুই ম্যাচে জয় তুলে নিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে লিওনেল স্কালোনির দল।

অধিনায়ক ও প্রাণভোমরা লিওনেল মেসি নেই তবুও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে দুর্দান্তভাবে! চোটের কারণে মেসির অনুপস্থিতিতেও বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে আলবিসেলেস্তেরা।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। মাংসপেশির চোটের কারণে মেসি মাঠের বাইরে থাকলেও কোচ স্কালোনির কৌশলী পরিকল্পনায় ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে দাপট দেখিয়েছে তারা।

এই জয় শুধু বিশ্বকাপ খেলার পথ সুগম করেনি বরং ফিফা র‌্যাঙ্কিংয়ে টানা দুই বছরের শীর্ষস্থানও নিশ্চিত করেছে আর্জেন্টিনার জন্য। এই নজিরবিহীন ধারাবাহিকতায় তারা এখন বিশ্বের সেরা পাঁচ দলের মধ্যে ঢুকে পড়েছে যারা দীর্ঘ সময় ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল।

ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন সাম্প্রতিক ম্যাচগুলোতে পয়েন্ট হারানোয় আর্জেন্টিনা তাদের শীর্ষস্থান আরও সুসংহত করেছে। অন্যদিকে ইংল্যান্ডও টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষ দশের মধ্যে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সময়কাল বিবেচনায় আর্জেন্টিনা এখন পঞ্চম স্থানে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রা এখনও অব্যাহত। যদিও তারা এখনো স্পেন, বেলজিয়াম ও ব্রাজিলের দীর্ঘ শীর্ষস্থানের রেকর্ড স্পর্শ করেনি, তবে বর্তমান অবস্থানই প্রমাণ করে গত দুই বছর বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার অপ্রতিরোধ্য আধিপত্য।

ইউএ / টিডিএস

You may also like