গ্রিজম্যান ভাঙলেন মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক

মেসির রেকর্ড ভেঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা এখন লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা বিদেশি ফুটবলার।

শনিবার (২৯ মার্চ) লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামে অ্যাতলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে দিয়েগো সিমিওনে তারকা মিডফিল্ডার আঁতোয়ান গ্রিজম্যানকে একাদশে রাখেন। আর তাতেই নতুন ইতিহাস গড়েন ফরাসি তারকা। লা লিগায় নিজের ৫২১তম ম্যাচ খেলেন ৩৪ বছর বয়সী গ্রিজম্যান যা তাকে লিগের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা বিদেশি ফুটবলার বানিয়েছে।

এই রেকর্ড যৌথভাবে ছিল গ্রিজম্যান ও লিওনেল মেসির। দুজনেরই ম্যাচ সংখ্যা ছিল ৫২০। তবে এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমে মেসিকে ছাড়িয়ে গেলেন গ্রিজম্যান।

বিদেশি ফুটবলারদের মধ্যে লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছেন মেসি (৫২০), এরপর দোনাতো গামা (৪৬৬), করিম বেনজেমা (৪৩৯), ইভান রাকিটিচ (৪৩৮) ও দানি আলভেজ (৪৩৬)। দোনাতো গামা জন্মেছিলেন ব্রাজিলে, তবে পরে স্পেনের নাগরিকত্ব গ্রহণ করেন।

গ্রিজম্যানের রেকর্ড গড়ার ম্যাচে জয় পায়নি অ্যাতলেটিকো মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা, যা শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে বার্সেলোনা, এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬৩, আর ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো।

ইউএ / টিডিএস

You may also like