অভিষেকেই রেকর্ড গড়ে আব্বাসের ঝড়ো ফিফটি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে খেলে মাত্র ২৪ বলে ফিফটি করে ওয়ানডের দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেটে নতুন এক তারকার অভিষেক ঘটল প্রথম ম্যাচেই। পাকিস্তানে জন্ম নেওয়া মোহাম্মদ আব্বাস আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের জার্সিতে পা রেখেই গড়লেন অসাধারণ এক রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে মাত্র ২৪ বলে ফিফটি করে ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

নির্বাচকরা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন তা অভিষেক ম্যাচেই প্রমাণ করে দেন আব্বাস। ৪২তম ওভারে ক্রিজে নেমেই দ্রুত রান তোলার কাজ শুরু করেন তিনি। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করে নতুন রেকর্ড গড়েন এবং শেষ পর্যন্ত ২৬ বলে ৫২ রান করে আউট হন যা তার অসাধারণ প্রতিভার নিদর্শন।

এর আগে এই রেকর্ড যৌথভাবে দখলে রেখেছিলেন ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজ, যারা ২৬ বলে ফিফটি করেছিলেন। তবে আব্বাস মাত্র ২৪ বলে অর্ধশতক ছুঁয়ে নতুন ইতিহাস রচনা করলেন।

ইউএ / টিডিএস

You may also like