ব্রাজিল কোচ হওয়ার প্রসঙ্গে আনচেলত্তির প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক

কোচ দরিভাল জুনিয়রের বিদায়ের পর দলটির নতুন কোচ তালিকায় সবার ওপরের নামটি কার্লো আনচেলত্তির।

এর আগেও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে জোর চেষ্টা চালিয়েছিলেন। এবারও ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনচেলত্তিকে দলে টানতে আবারও প্রক্রিয়া শুরু করেছে সিবিএফ। পাশাপাশি তাকে না পেলে বিকল্প কোচের তালিকাও প্রস্তুত রেখেছে সংস্থাটি। এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোচের কাছে প্রশ্ন করা হয় এক সংবাদ সম্মেলনে।

আনচেলত্তি বলেন, ‘আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। একটি বিষয় পরিস্কার যে রিয়ালের সঙ্গে আমার চুক্তি আছে এবং তাদের হয়ে শিরোপা জেতায় ফোকাস রাখছি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।’

ইতালিয়ান এই মাস্টারমাইন্ড আরও বলেন, ‘ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য আমার অনেক টান রয়েছে।’ স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে লেগানেসের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন আনচেলত্তি। তার সঙ্গে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও’র কথা হয়েছে কি না এমন প্রশ্নে রিয়াল কোচ বলেন, ‘ব্রাজিলকে কোচিং করানোর বিষয়ে রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছে এমন কিছু স্মরণে নেই। আমাদের দেখা হয়েছিল এবং আমরা অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু সেখানে এমন কিছু ছিল না।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পরবর্তী বড় লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই তারা উপযুক্ত কোচ খুঁজতে মরিয়া। এর মধ্যে কয়েকজন অন্তর্বর্তীকালীন কোচ দায়িত্ব নিলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। দরিভাল জুনিয়রের অধীনে দলের পরিবর্তনের আশা করা হলেও ব্রাজিল এখনও ধারাবাহিক জয়ের মুখ দেখছে না। তার কোচিংয়ে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে দলটি, যার মধ্যে জয় এসেছে মাত্র ৭টিতে।

ইউএ / টিডিএস

You may also like