একসময় মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের নতুন উত্থান ঘটতে চলেছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খানের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান ফিরে পাওয়ার আশা করছিল পাকিস্তান। তবে সেই দলটাই এখন পথ হারিয়ে ফেলেছে। বাবর-রিজওয়ানরা ছিটকে গেছেন টি-টোয়েন্টি দল থেকে। আর সাবেক ক্রিকেটাররা তাদের কঠোর সমালোচনা করছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই পাকিস্তান ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ঘরের মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টে প্রত্যাশা থাকলেও ফলাফল হতাশাজনক ছিল। এরপর দল পুনর্গঠনের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর ক্ষোভ প্রকাশ করেছেন কামরান আকমল। তিনি জানান, বর্তমান পাকিস্তান দলকে দেখে লোকাল দল মনে হচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমাদের দলকে লোকাল টিম মনে হয়। এটা খুবই লজ্জাজনক পারফরম্যান্স ছিল। আইপিএলের দিকে তাকান। যদি সেখানে তরুণরাও এই পাকিস্তান দলের বিপক্ষে খেলে তাহলে তারা নিশ্চিত সিরিজ জিতবে। ভারত সব ম্যাচ জেতে কারণ তারা মেধার মাপকাঠিতে দল গড়ে। আর পাকিস্তানে দল গড়া হয় প্রিয় ক্রিকেটারদের দিয়ে।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একমাত্র তৃতীয় ম্যাচ ছাড়া বাকির সবগুলোতেই হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান। প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা হেরেছে ৪ ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে সালমান আগার নেতৃত্বাধীন দল।
ইউএ / টিডিএস