রিয়ালের চার ফুটবলার উয়েফার তদন্তের মুখে

স্পোর্টস ডেস্ক

উয়েফা রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নিশ্চিত করেছে যে, সম্ভাব্য অশোভন আচরণের জন্য তদন্তের কেন্দ্রে রয়েছেন অ্যান্টোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে, দানি সেবায়োস এবং ভিনিসিয়ুস জুনিয়র। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা।

ঘটনাটি ঘটেছিল গত ১২ মার্চ। সেদিন নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে ওয়ান্দা মেত্রোপলিতানোতে অ্যাতলেটিকো সমর্থকদের সামনে উদযাপনে মেতে ওঠেন রিয়ালের খেলোয়াড়রা।

পরে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে প্রতিপক্ষের মাঠে রিয়ালের কয়েকজন খেলোয়াড় নাচ ও বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে জয় উদযাপন করেছেন যা অ্যাতলেটিকো সমর্থকদের উদ্দেশ্য করে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উয়েফা ও রিয়াল মাদ্রিদ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আগামী ৮ এপ্রিল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং তদন্তের ফলে কোনো শাস্তি হলে তা এই ম্যাচের আগেই কার্যকর হতে পারে।

স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সেই সময় রিয়ালের খেলোয়াড়দের আচরণ নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় অ্যাতলেটিকো। অভিযোগটি আমলে নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

ইউএ / টিডিএস

You may also like