রেফারির ভুলে আর্জেন্টিনার ম্যাচে বড় বিপর্যয়

স্পোর্টস ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ ব্যবধানে হারিয়ে বেশ উচ্ছ্বসিত আর্জেন্টিনা। যদিও ম্যাচের আগে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছিল, তবে এই জয় তাদের আনন্দকে আরও দ্বিগুণ করেছে। কিন্তু ম্যাচের পর একটি হলুদ কার্ডের কারণে আর্জেন্টিনার জন্য সমস্যা তৈরি হয়েছে। এ ছাড়া, ক্লাব বিশ্বকাপের কারণে স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়কেই পাবে না কোচ স্কালোনি।

আর্জেন্টিনা আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে। ৫ জুন চিলি এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে তারা খেলবে। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর বাকি বাছাইপর্বের ম্যাচ নিয়ে তাদের ভাবনা অনেক কম। তবে আসন্ন ম্যাচগুলোর মধ্যে একটি খেলতে পারবেন না আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। ব্রাজিলের বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখে তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

ব্রাজিলের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে রদ্রিগো ডি পল হলুদ কার্ড দেখেছিলেন। সেলেসাও মিডফিল্ডার আন্দ্রেকে ফাউল করার সময় পারেদেসের হাতের আঘাতে আন্দ্রে পড়ে যান। তবে রেফারি ভুলবশত ডি পলকে হলুদ কার্ড দেখান, যা ম্যাচ শেষে সংশোধন করে পারেদেসের নামের পাশে চিহ্নিত করা হয়। এই ভুল সিদ্ধান্ত আর্জেন্টিনার জন্য নতুন সমস্যার সৃষ্টি করেছে।

ডি পল যদি কার্ড দেখেনও, সমস্যা ছিল না কারণ ক্লাব বিশ্বকাপের কারণে তিনি পরবর্তী ম্যাচগুলোতে খেলবেন না। তবে পারেদেসের ব্যাপারটা আলাদা, কারণ তিনি ক্লাব রোমার সদস্য এবং ফিফার এই মেগা ইভেন্টে অংশগ্রহণ করবেন না। ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটে সব জাতীয় দলকেই সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ তারা ওই সময়ে চাইলেও সব ফুটবলারকে পাবে না।

এদিকে, ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যা আর্জেন্টিনার জন্য আরও এক চ্যালেঞ্জ নিয়ে আসবে।

রেফারি যদি ভিএআর ব্যবহার করতেন, তবে এ ধরনের ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো, তবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রেফারি আন্দ্রেস রোহাস সেই পথে হাঁটেননি।

ক্লাব বিশ্বকাপের কারণে আর্জেন্টিনার স্কোয়াডে অনুপস্থিত ফুটবলারদের তালিকা:

  • নাহুয়েল মোলিনা (অ্যাতলেটিকো মাদ্রিদ)

  • জার্মান পেজেয়া (রিভারপ্লেট)

  • গঞ্জালো মন্টিয়েল (রিভারপ্লেট)

  • লুকাস মার্টিনেজ কোয়ার্তা (রিভারপ্লেট)

  • মার্কাস আকুনা (রিভারপ্লেট)

  • নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা)

  • এনজো ফার্নান্দেজ (চেলসি)

  • রদ্রিগো ডি পল (অ্যাতলেটিকো মাদ্রিদ)

  • জিওলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ)

  • নিকোলাস গঞ্জালেস (জুভেন্তাস)

  • আনহেল কোরেয়া (অ্যাতলেটিকো মাদ্রিদ)

  • হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ)

  • লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)

You may also like