চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আবারও বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। রাফিনিয়া, ভিনিসিয়ুসরা মেসির অনুপস্থিতিতেও আর্জেন্টিনার কাছে দাঁড়াতে পারেনি, এবং সেলেসাওরা হারল ৪-১ গোলের বড় ব্যবধানে। ২০১২ সালে শেষবারের মতো আর্জেন্টিনার কাছে ৪ গোল হজম করেছিল ব্রাজিল।
এমন দৃষ্টিনন্দন পরাজয়ের পর ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস তার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। কোচ দোরিভাল জুনিয়রও অকপটে বললেন, ম্যাচের শুরুতেই তারা লড়াইয়ে ছিটকে গেছেন।
এতে লাতিন ফুটবলের এই দু’চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে যে উত্তেজনা থাকার কথা ছিল, তা কিছুই দেখা যায়নি। ব্রাজিল ছিল অসহায় আত্মসমর্পণকারী। মার্কিনিয়োস ম্যাচ শেষে বললেন, “এটা অত্যন্ত বিব্রতকর ফলাফল। আজ আমরা যা করেছি, তা একেবারে অযোগ্য ছিল এবং এমনটা আর কখনো হবে না।”
তিনি আরও যোগ করেন, “ম্যাচের শুরুতেই আমাদের খেলা ছিল দুর্বল। আমরা যে মানের খেলা খেলতে পারি, তার থেকেও অনেক নিচে ছিল এবং আর্জেন্টিনা নিজেদের আত্মবিশ্বাস নিয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে। তাদের জয় প্রাপ্য ছিল।”
ব্রাজিলের এমন পরাজয়ের পর কোচ দোরিভালকে কাঠগড়ায় তোলা হচ্ছে এবং তার পদত্যাগের দাবি উঠছে। তবে অধিনায়ক মার্কিনিয়োস কোচের পাশে দাঁড়িয়ে বললেন, “এটা শুধু কোচের দোষ নয়, ফুটবলারদেরও দায়িত্ব রয়েছে। ফুটবলে কোনো অলৌকিক ফর্মুলা নেই, যা চালু করলে সবারই কাজ হবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে এবং দায়িত্ব ভাগাভাগি করতে হবে। সময় এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের বাস্তবতা মেনে চলতে হবে।”
অন্যদিকে, কোচ দোরিভাল নিজের হারের দুঃখবোধ প্রকাশ করে বললেন, “আজকের ম্যাচের শুরুতেই আমাদের পরিকল্পনা কাজ করেনি। যা হয়েছে, তা মেনে নিতে হবে। তারা আমাদের উড়িয়ে দিয়েছে এবং তাদের জয়টা প্রাপ্য ছিল।”