আর্জেন্টিনা কঠিন জবাব দিল রাফিনহাকে

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের আগে ব্রাজিলিয়ান তারকা রাফিনহা হুঙ্কার দিয়ে বলেছিলেন, “আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেব।” কিন্তু মাঠে তা হয়ে গেল উল্টো। নিজেদের মাঠ মনুমেন্টালে আর্জেন্টিনা ৪-১ গোলের দুর্দান্ত জয়ে ব্রাজিলকে পরাজিত করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে।

ম্যাচের আগে রাফিনহা বলেছিলেন, “আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই।” কিন্তু মাঠে তার দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ৩৭ মিনিটেই আর্জেন্টিনা তিনটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বিরতির পর আর একটি গোল করে জয় নিশ্চিত করে স্কালোনির শিষ্যরা।

ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, তাদের জয়ের পেছনে ছিল দলগত নৈপুণ্য। তিনি বলেন, “এটা দলীয় জয়। আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর একমাত্র উপায় দলগত খেলা।” তবে স্কালোনি স্পষ্ট করে জানান যে, রাফিনহার আগের মন্তব্য তাদের জয়ের অনুপ্রেরণা দেয়নি। তিনি বলেন, “এটা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, এখানে এমন কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি। রাফিনহা হয়তো ইচ্ছাকৃতভাবে বলেনি, কিন্তু সে বুঝেশুনে কথা বললে ভালো করত।”

এই হারের পর ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে এবং তাকে বরখাস্তের দাবিও উঠেছে। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, “প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের পরাজিত করে তারা যোগ্যতর দল হিসেবেই জিতেছে। তবে সন্দেহ নেই, আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করব।”

ব্রাজিলের ডিফেন্ডার মারকিনিওসও কোচের পাশে দাঁড়িয়ে বলেন, “এটা শুধু কোচের ভুল নয়, খেলোয়াড়দেরও। আজ যা ঘটেছে, তা যেন আর না ঘটে।”

এই জয়ের ফলে আর্জেন্টিনা ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপে স্থান পায়। অন্যদিকে, ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে যাবে, তবে সপ্তম দলকে খেলতে হবে প্লে-অফ।

ইউএ / টিডিএস

You may also like