ব্রাজিলকে গোলবন্যায় ডুবিয়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার গোলবন্যায় ব্রাজিল হারলো ৪-১ ব্যবধানে।

বুধবার (২৬ মার্চ) বুয়েনস আইরেসের মনুমেন্টালে বাংলাদেশ সময় সকালের ম্যাচে ব্রাজিলকে এ বিশাল ব্যবধানে হারায় আর্জেন্টিনা। লিওনেল মেসি ছাড়াই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে স্কালোনির শিষ্যরা।

ম্যাচ শুরুর আগেই ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে উরুগুয়ের বিরুদ্ধে বলিভিয়ার ড্র করার পর দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয় তাদের।

শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চেপে ধরতে থাকে। ২০ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেয় তারা। তবে ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলে ব্রাজিল ম্যাচে ফিরে আসে। ম্যাথিয়ুস কুনহার গোলটি আশা জাগালেও ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয়। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ব্রাজিল তিনটি পরিবর্তন করে গোল শোধের চেষ্টা করলেও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ব্রাজিলের রক্ষণভাগ। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা জুলিয়ানো সিমিওনের গোলে ব্যবধান আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ইউএ / টিডিএস

You may also like