পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
আগামী ১১ এপ্রিল শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ করাচি কিংসের সাবেক অধিনায়ক শান মাসুদের পরিবর্তে নেতৃত্ব গ্রহণ করবেন। চলতি বছরের জানুয়ারিতে পিএসএলের নিলামে করাচি কিংস প্রথমে ওয়ার্নারকে দলে ভিড়িয়েছিল।
ক্রিকেট থেকে সদ্য বলিউডে পা রাখা ওয়ার্নার নতুন দায়িত্ব নিতে বেশ উৎসাহী এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমাদের একটি অসাধারণ দল আছে এবং আমি এই বছর অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে অত্যন্ত উত্তেজিত।” তবে গত ২২ মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নাম থাকলেও ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটার কোনো দল পাননি।
কিংসের মালিক সালমান ইকবাল ওয়ার্নারের সম্পর্কে জানান, “ওয়ার্নারের নেতৃত্ব এবং ম্যাচ জেতানোর দক্ষতা আমাদের দলের জন্য পুরোপুরি মানানসই। করাচি কিংস বর্তমানে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাচ্ছে যেহেতু তারা গত তিন মৌসুমে প্লে-অফে পৌঁছাতে পারেনি। সর্বশেষ ২০২০ সালে তারা শিরোপা জিতেছিল।”
বিগ ব্যাশ লিগের চলতি আসরের ফাইনালে সিডনি থান্ডারকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। এর আগে অধিনায়কত্বে নিষেধাজ্ঞার শিকার ছিলেন তিনি যেটি ২০১৮ সালে বল টেম্পারিংয়ের অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়া তার ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে গত বছর নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হয়।
পিএসএলের দলগুলো সোমবার অনলাইনে রিপ্লেসমেন্ট চূড়ান্ত করেছে। পেশোয়ার জালমি করবিন বশেরের বদলে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে স্কোয়াডে যুক্ত করেছে। পিএসএল ছেড়ে আকস্মিকভাবে আইপিএলে যোগ দিয়েছিলেন বশ। আর অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। টুর্নামেন্টের কিছু ম্যাচের জন্য রাসি ভ্যান ডার ডুসেনের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন অজি উইকেটরক্ষক ব্যাটার।
ইউএ / টিডিএস