গত ছয় বছরে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের কোনো জয় নেই। জয় তো দূরের কথা, সেলেসাওরা আর্জেন্টিনাকে গোলও দিতে পারেনি। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এটা অবশ্যই বিব্রতকর। এই সময়কালে দুই দল চারবার মুখোমুখি হলেও, ব্রাজিল তিনটি ম্যাচে হেরেছে এবং একটিতে ড্র করেছে। তবে এবার তারা এই অভিশাপ কাটাতে চায়।
বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ছয় বছরের দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনাকে হারানোর জন্য ব্রাজিল একেবারে প্রস্তুত। দলের তারকাদের পারফরম্যান্সও বেশ ভালো, বিশেষ করে রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর ফর্ম আর্জেন্টিনার উৎসব ম্লান করে দিতে পারে। তবে রাফিনিয়া যেন এই ম্যাচে বিশেষভাবে আগ্রহী।
ব্রাজিলের কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া জানিয়েছেন, আর্জেন্টিনাকে হারানো তার পণ। বার্সেলোনার এই ফরোয়ার্ড শুধু হারানোর ঘোষণা দিয়েছেন, তিনি আরও বলেছেন যে নিজে গোল করবেন।
এবার ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে একাদশে ৬টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে।
রাফিনিয়া ‘রোমারিও টিভি’তে বলেছেন, “আমরা তাদের অবশ্যই হারাব। আমরা গুঁড়িয়ে দেব। মাঠে, এবং প্রয়োজনে মাঠের বাইরেও। আমি নিশ্চিত, আমি গোল করব। আমরা যা কিছু আছে, সব নিয়ে মাঠে নামব।”
আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ এখন বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে মারাকানায় মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে, যার পর বেশ কিছু প্রতিবাদ ঘটে।
রাফিনিয়ার ‘যুদ্ধ’ ঘোষণার পর আর্জেন্টিনা কোচ স্কালোনি মন্তব্য করেছেন, “মাঠে আমরা যোদ্ধা, এবং মাঠের বাইরে বন্ধু। খেলোয়াড়দের বক্তব্য নিয়ে আমি খুব গভীরে যেতে চাই না। তবে আমি জানি যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে, সবশেষে এটি একটি ফুটবল ম্যাচ, এবং এটিকে এর বাইরে গিয়ে কিছু ভাবা উচিত নয়।”