মুশফিক-সোহানের রেকর্ড ভাঙতে ধোনির দৌড়

স্পোর্টস ডেস্ক

বয়স ৪৩ বছর ২৫৯ দিন, আর কদিন পরেই ৪৪ বছরে পা দেবেন মহেন্দ্র সিং ধোনি। তবে বয়স বাড়লেও তার উইকেটের পেছনে ক্ষুরধার দক্ষতা একটুও কমেনি। আইপিএল ১৮তম আসরের প্রথম ম্যাচে ধোনির চিরচেনা দক্ষতা আবারও চোখে পড়ল। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি চেন্নাই সুপার কিংসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। চেন্নাইয়ের বোলিং ইনিংসের মাঝে তার কার্যকারিতা আবার প্রমাণিত হলো।

রোববার চিপকের এম চিদাম্বারাম স্টেডিয়ামে মুম্বাইয়ের পরিস্থিতি খারাপ ছিল। প্রথম দিকে উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। এরপর তিলক ভার্মার সঙ্গে জুটি বেঁধে মুম্বাইকে ম্যাচে ফিরানোর চেষ্টা করছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ইনিংসের ১০.৩ ওভারে সূর্যকুমার যাদব নূর আহমেদকে মারতে গিয়ে বলের স্যুইং বুঝতে না পেরে মিস করেন। এতে বল সরাসরি চলে যায় ধোনির হাতে। এবং মাত্র ০.১২ সেকেন্ডের মধ্যে সেটিকে স্ট্যাম্পিং করে ফেলে। এত দ্রুত ছিল এই স্ট্যাম্পিং যে, সূর্যকুমার ক্রিজে ঢোকারও সুযোগ পাননি।

ধোনির এই দারুণ স্ট্যাম্পিংয়ের পর আবারও ক্রিকেট বিশ্বে তার প্রশংসা শুরু হয়ে গেছে। তবে, এই এক স্ট্যাম্পিংয়ের মাধ্যমে তিনি এক নতুন রেকর্ডও গড়েছেন। এক মাঠে সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের রেকর্ডে বাংলাদেশের লিটন দাসকে পেছনে ফেলে সেরা তিনে উঠে এসেছেন ধোনি।

লিটন দাসের ছিল ২০ স্ট্যাম্পিং, কিন্তু ধোনি এখন তার ২১তম স্ট্যাম্পিং করেছেন চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে। শীর্ষে রয়েছেন দুই বাংলাদেশি—মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমের ২২ স্ট্যাম্পিং এবং নুরুল হাসান সোহান ৩০ স্ট্যাম্পিং নিয়ে প্রথম স্থানে।

এক মাঠে সবচেয়ে বেশি স্ট্যাম্পিং:

  • ৩০ – নুরুল হাসান সোহান, শের-ই বাংলা স্টেডিয়াম (বাংলাদেশ)

  • ২২ – মুশফিকুর রহিম, শের-ই বাংলা স্টেডিয়াম (বাংলাদেশ)

  • ২১ – মহেন্দ্র সিং ধোনি, এম চিদাম্বারাম স্টেডিয়াম (ভারত)

  • ২০ – লিটন কুমার দাস, শের-ই বাংলা স্টেডিয়াম (বাংলাদেশ)

ধোনি শুধুমাত্র আইপিএলে নয়, আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি স্ট্যাম্পিংয়ের রেকর্ডও তারই দখলে। ১৯৫ স্ট্যাম্পিংয়ের সঙ্গে আইপিএলে তার মোট ৪৩ স্ট্যাম্পিং এবং ১৪৮টি ক্যাচ রয়েছে।

You may also like