ডান কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় মাঠে ফেরা হচ্ছে না তার।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না হেনরি। তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
হেনরির বদলে দলে নেওয়া হয়েছে জাকারি ফকসকে। তাকে প্রথমে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে এখন তিনি সিরিজের শেষ দুই ম্যাচেও অংশগ্রহণ করবেন। প্রথম দুই ম্যাচে ৪৩ রানে ১ উইকেট নেন ফকস তবে তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি।
নিউজিল্যান্ড দল : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল হে (উইকেটরক্ষক), টিম রবিনসন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), মার্ক চ্যাপম্যান, জাকারি ফকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, জ্যাকব ডাফি, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স ও ইশ সোধি।
ইউএ / টিডিএস