২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড ও পোল্যান্ড।
শুক্রবার (২১ মার্চ) রাতে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ইংল্যান্ড আলবেনিয়াকে এবং পোল্যান্ড মাল্টাকে পরাজিত করেছে।
ইংল্যান্ড যারা গ্রুপ ‘কে’ তে টমাস টুখেলের অধীনে খেলছে প্রথম ম্যাচে ২-০ গোলে আলবেনিয়াকে হারায়। ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি ২০ মিনিটে করেন লেইস সেল্কি। ৭৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন।
ইংল্যান্ডের গ্রুপে থাকা লাটভিয়া অ্যান্ডোরার বিপক্ষে জয়লাভ করেছে। একইভাবে রবার্ট লেভানডভস্কির পোল্যান্ডও গ্রুপ ‘জি’তে মাল্টাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছে একমাত্র গোলটি করেছেন লেভা। ওই গ্রুপে ফিনল্যান্ড লিথুনিয়ার বিপক্ষে জয় পায়।
এছাড়া গ্রুপ ‘এইচ’ থেকে বসনিয়া ও সাইপ্রাসও জয় তুলে নিয়েছে, এবং তারা তিনটি করে পয়েন্ট পেয়েছে। আগামী বিশ্বকাপে ইউরোপ থেকে ২৬ দল জায়গা পাবে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ৫৪টি দেশ অংশগ্রহণ করছে।
ইউএ / টিডিএস