নিষেধাজ্ঞা শেষে দলে ফিরতে চান টেলর

স্পোর্টস ডেস্ক

নিষেধাজ্ঞার পর ৩৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন তিনি জাতীয় দলে ফিরতে চান।

আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের কারণে তাকে তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল যার মেয়াদ আগামী জুলাইয়ে শেষ হবে। ২০২৭ সালের ঘরের মাঠে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের কারণে আবারও দলে ফেরার স্বপ্ন দেখছেন টেলর।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে টেলর বলেন,‘আমি এখনও খেলতে চাই এবং আমার বিশ্বাস খেলোয়াড় হিসেবে আমি প্রভাব রাখতে পারব। গিভমোর (জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক) আমাকে অনেক সমর্থন করছেন। তিনি বলেছেন, ‘তুমি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবে?’ তখন (বিশ্বকাপে) আমার বয়স হবে ৪১ বছর। তবে ধৈর্য ধরে খেললে সেরাটা দিতে পারবো।’

দলে নিজের সুযোগ পাওয়া নিয়ে টেলর বলেন,‘ নিজেকে অবশ্যই টেস্ট ও ওয়ানডেতে দেখছি আমি। টি-টোয়েন্টি এমন কিছু, যার জন্য সত্যিই নিজের আরও উন্নতির চেষ্টা করতে হবে। তবে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।’

২০২২ সালের জানুয়ারিতে টেলর আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করার কথা স্বীকার করেন। নিষেধাজ্ঞা পাওয়ার কয়েক দিন আগে তিনি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন, জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি লিগ চালু করার কথা বলে তাকে ভারতে ডেকেছিল এক ব্যবসায়ী। এরপর কোকেন খাইয়ে এবং ১৫ হাজার ডলার দিয়ে ম্যাচ ফিক্সিং করতে বলেছিল না হলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়েছিল। টেলর স্বীকার করেছিলেন তিনি জেনে-বুঝে অন্ধকার জগতে পা দিয়েছিলেন।

২০০৪ থেকে ২০২১ পর্যন্ত টেলর জিম্বাবুয়ের হয়ে ৩৪ টেস্ট, ২০৫ ওয়ানডে এবং ৪৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৮৪ ম্যাচে ৩৪.১৫ গড়ে ৯৯৩৮ রান করেছেন যার মধ্যে ১৭ সেঞ্চুরি এবং ৫৭ ফিফটি রয়েছে। সবশেষ ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর তিনি জিম্বাবুয়ের জার্সিতে মাঠে নামেন।

ইউএ / টিডিএস

You may also like