কুনহাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫০ হাজার পাউন্ড (সাড়ে ৭৮ লাখ টাকারও বেশি)।
এক বিবৃতিতে এফএ জানিয়েছে, ‘ম্যাথিউস কুনহা রবিবার (১৩ এপ্রিল) পর্যন্ত ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ থাকবেন।’ এর ভেতর তার দল উলভারের তিনটি ম্যাচ রয়েছে। এর আগে ১ মার্চ এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন ও বোর্নমাউথ। ম্যাচটিতে এক গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুনহা শেষ বাঁশি বাজানোর (১২০ মিনিট) আগমুহূর্তে প্রতিপক্ষে সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন।
এর আগে কুনহাকে প্রাথমিকভাবে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে তিনি শুধু প্রতিপক্ষ ফুটবলার মিলোস কার্কেজের সঙ্গেই বিবাদে জড়াননি বরং ম্যাচ রেফারি, সতীর্থ এবং কোচিং স্টাফদের সঙ্গেও তর্ক করেছিলেন। শেষমেশ তার দল সেই ম্যাচে হেরে যায়। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ১-১ সমতা হলেও পরবর্তীতে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে উলভার হারতে থাকে।
এ নিয়ে চলতি মৌসুমে কুনহা দ্বিতীয়বার নিষেধাজ্ঞা পেলেন। এর আগে ডিসেম্বরে প্রিমিয়ার লিগের ইপচউইচ টাউনের বিপক্ষে লড়াই ও বিবাদের কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমানে উলভার প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে অবস্থান করছে এবং রেলেগেশনের শঙ্কা রয়েছে। আর এক ধাপ অবনতি হলে পরবর্তী মৌসুমে তারা ইপিএলে খেলার সুযোগ হারাবে।
বর্তমানে কুনহা জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়েছেন। ফেব্রুয়ারিতে উলভার তার সঙ্গে নতুন করে সাড়ে বছরের চুক্তি করেছে। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বেশ ফর্মে আছেন এবং চলতি মৌসুমে ২৯ ম্যাচে ১৫ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। পরবর্তী তিন ম্যাচে ৮ মার্চ এভারটন, ১৫ মার্চ সাউদ্যাম্পটন এবং ১ এপ্রিল ওয়েস্ট হামের বিপক্ষে খেলতে পারবেন না কুনহা।
ইউএ / টিডিএস