কোটি টাকায় নিলামে কিনলেও মাঠে নামবে না বৈভব

স্পোর্টস ডেস্ক

আইপিএলের মেগা নিলামে সকলের দৃষ্টি একাই আকর্ষণ করেছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে গিয়েছিলেন তিনি, যখন রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল। তবে, তার আইপিএলে খেলা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈভবকে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।

বয়স মাত্র ১৩ হলেও বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তিনি পেশাদার ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙেছিলেন। ১৩ বছর ১৮৮ দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন এই কিশোর। তার বয়স যখন ১৩ বছর ২৪৩ দিন, তখন তিনি আইপিএলে জায়গা পেয়েছিলেন।

রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিলেন বৈভব। এর পর তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এবং বিনোদ মানকাড ট্রফিতেও অংশগ্রহণ করেছেন। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি রান করেছিলেন বৈভব, আর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে ৪০০ রানেরও বেশি করেছেন।

রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেছেন, বৈভবের প্রতিভা তাকে দ্রুত এগিয়ে নিয়ে গেছে, তবে আইপিএলে অভিষেকের আগে তাকে সময় দেওয়া প্রয়োজন। রাঠোর বলেন, “আমি নিশ্চিত নই যে তাকে খেলানো হবে কি না। এটা দলের কৌশল, পিচ এবং বিপক্ষের উপর নির্ভর করবে। আমরা তাকে দলে নিয়েছি কারণ সে প্রতিভাবান ক্রিকেটার। এত কম বয়সে এত প্রতিভাবান ক্রিকেটার আগে দেখিনি। আশা করি ভবিষ্যতে সে বড় ক্রিকেটার হবে।”

ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা রাঠোর আরও বলেন, “ভারতীয় দল এবং রাজস্থানের কোচিংয়ের মধ্যে তেমন কোনো তফাৎ নেই। আগেও রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করেছি, সে অসাধারণ কোচ। আমাদের সময়টা খুবই ভালো কেটেছে। একসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছি।”

You may also like