ছাত্র আন্দোলনে সমর্থন জানালেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

বিশ্ব টেনিসে এক অসাধারণ প্রতিভা হিসেবে পরিচিত সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। শুধু মাঠেই নয় সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সরব থেকেও আলোচনায় থাকেন। এবার তিনি আবারও খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার বিষয়টা ছিল সার্বিয়ায় চলমান ছাত্র আন্দোলনে তার সমর্থন।

সার্বিয়ায় কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে বেলগ্রেডের রাস্তায় নেমেছে লাখ লাখ বেসামরিক মানুষ, ছাত্রদের নেতৃত্বে। এই আন্দোলনের প্রতি জোকোভিচ তার পূর্ণ সমর্থন জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তিনি আন্দোলনের ছবি ও ভিডিও শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘ইতিহাস! অসাধারণ’।

বিশ্ব টেনিসের ইতিহাসের সিংহাসনে বসে রাজমুকুট মাথায় শাসন করছেন নোভাক জকোভিচ। যার নামের পাশে যুক্ত হয়েছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। গত বছর প্যারিস অলিম্পিকে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন তিনি। যদিও চলতি বছর চোটের কারণে কিছু আসর থেকে ছিটকে পড়েছেন। টেনিসের কিংবদন্তি হিসেবে তিনি সার্বিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়াব্যক্তিত্বে পরিণত হয়েছেন। মাঠে তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বে নিজের আলাদা স্থান তৈরি করেছেন।

গত বছরের ১৫ নভেম্বর সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের এই আন্দোলনে জানুয়ারিতে আবারও নিজের সমর্থন জানিয়েছেন জকোভিচ, বলেন, “আমি কিছুই হয়নি এমন ভাব নিয়ে বসে থাকতে পারি না। তরুণ প্রজন্ম, ছাত্ররা এবং দেশের ভবিষ্যৎ তাদের হাতে। তাদের প্রতি আমার সমর্থন থাকবে।”

ইউএ / টিডিএস

You may also like