ইমরান ইস্যুতে জরিমানার মুখে জামাল

স্পোর্টস ডেস্ক

বোর্ডের নিরপেক্ষতার নীতি ভাঙায় আমের জামালকে গুনতে হবে প্রায় ৫ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা।

পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে বোর্ডের আচরণবিধি না মানায় আট খেলোয়াড়কে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে পিসিবি।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় মুলতানে ওই হ্যাট পরে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন তিনি।

ইমরান খান ২০২৩ সালের মে মাস থেকে কারাগারে রয়েছেন এবং চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তির দাবিতে ‘৮০৪’ স্লোগান ব্যবহার করে। আর সেই সংখ্যা লেখা হ্যাট পরার কারণেই আমের জামালকে জরিমানার মুখে পড়তে হয়েছে।

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগাসহ সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদিকেও জরিমানা গুণতে হবে। গত বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ম ভঙ্গ করায় তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।

এছাড়া গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের সময় হোটেলে দেরিতে ফেরায় নাম প্রকাশ না করা আরও তিন ক্রিকেটারকেও জরিমানা করেছে পিসিবি।

ইউএ / টিডিএস

You may also like