বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে ভাবে হারের পর যে নিয়ম করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে অনেক ক্রিকেটারকে।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় দিয়ে শুরু করেছিল ভারত, কিন্তু এরপরই ছন্দ হারায় দলটি। সিরিজে ৩-১ ব্যবধানে পরাজয়ের পর নড়েচড়ে বসে বিসিসিআই এবং ক্রিকেটারদের জন্য ১০ দফা আচরণবিধি জারি করে। এর মধ্যে একটি ছিল সফর চলাকালীন পরিবারের সঙ্গে সময় কাটানোর বিধিনিষেধ। আর এই নতুন নিয়মের সমালোচনা করেছেন কোহলি।
নিয়মটির সমালোচনা করে কোহলি বলেন,‘মানুষকে এটা বোঝানো কঠিন যে আপনি যখন মাঠের ভিতরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যান তখন পরিবারের পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন,‘আমার মনে হয় না তারা পরিবারের গুরুত্ব বোঝে। আমি এই নিয়মে কিছুটা হতাশ হয়েছি। এমন নিয়ম যারা করেন অথবা করতে চান তাদের দূরে রাখা দরকার।’
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে বিদেশ সফরগুলোতে কোহলি সাধারণত তার স্ত্রী আনুস্কা শর্মা ও সন্তানদের সঙ্গে সময় কাটাতেন। তাই স্বাভাবিকভাবেই ভারতের এই ব্যাটিং স্তম্ভ নতুন নিয়মে হতাশ হয়েছেন।
ইউএ / টিডিএস