তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট মাঠে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার তিনি হাজির হচ্ছেন তেলেগু সিনেমায়।

শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবার ক্রিকেট ছেড়ে নাম লেখালেন অভিনয়ের মঞ্চে! ‘রবিনহুড’ নামের একটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে।

নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওয়ার্নার লেখেন, ‘ভারতীয় সিনেমা আমি আসছি! ‘রবিনহুড’-এর অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এটি করতে বেশ উপভোগ করেছি। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।’

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় থেকেই তেলেগু সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা অনুভব করতে শুরু করেন ডেভিড ওয়ার্নার। তিনি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেগু গানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করতেন যা ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এখন সিনেমার পর্দায় সরাসরি অভিষেক হতে যাচ্ছে তার।

ক্রিকেটে সফল ক্যারিয়ারের পর এবার বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন ওয়ার্নার। তার অভিনীত ‘রবিনহুড’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন নিতিন ও শ্রীলীলা, এবং এটি পরিচালনা করেছেন ভেঙ্কি কুডুমুলা। সিনেমাটি প্রযোজনা করছে মিথ্রি মুভি মেকার্স।

ইউএ / টিডিএস

You may also like