পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

রবিবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার চার বলে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৯১ রান করে পাকিস্তান। জবাবে ১০ ওভার এক বলে ৯ উইকেটের জয় পায় কিউইরা। দাপুটে এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

কিউইদের বোলিং তোপে মাত্র ১১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

পাকিস্তান রানের খাতা খোলার আগেই ওপেনার মোহাম্মদ হারিস (০) ও হাসান নেওয়াজ (০) আউট হন। দলীয় ১ রান হওয়ার আগেই আউট হন ইরফান খান। জাতীয় দলে ফিরে শাদাব খানকে নিয়ে বিতর্ক ছিল, তবে তিনি (৩) দলের স্কোর ১১ রানে গিয়ে ফিরেন।

পাকিস্তানকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেছিলেন সালমান আগা এবং খুশদিল শাহ, তবে তাদের জুটি বেশি দূর এগোয়নি। তারা ৪৬ রান যোগ করেন, যেখানে সালমান ২০ বলে ১৮ রানে আউট হন। খুশদিলও ৩০ বলে ৩২ রান করে ফিরে যান। শেষে, জাহানদাদ খান ১৭ রান করে পাকিস্তানের শতক পার করার আশার সৃষ্টি করেছিলেন, কিন্তু তা আর সম্ভব হয়নি। দুই বল বাকি থাকতে পাকিস্তান অলআউট হয়ে যায় ৯১ রানে।

নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ১৪ রানে ৪ উইকেট, কাইল জেমিসন ৮ রানে ৩ উইকেট এবং ইশ সৌদি ২টি উইকেট নেন। নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট ৫.৫ ওভারে ৫৩ রান যোগ করেন। সাইফার্ট ৪৪ রান করে ফিরলেও অ্যালেন ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ১৫ বলে ১৮ রান করে অ্যালেনের সঙ্গে সঙ্গ দেন টিম রবিনসন।

৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

ইউএ / টিডিএস

You may also like