স্টোকসকে অধিনায়ক হিসেবে চান না ব্রড

স্পোর্টস ডেস্ক

স্টোকসকে সাদা বলের অধিনায়ক হিসেবে আপত্তি জানিয়েছেন সাবেক কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড।

ব্রড বলেন, ‘স্টোকসকে অধিনায়ক করা তাড়াহুড়োর সিদ্ধান্ত হবে। যদি তাকে অধিনায়ক করা হয়, তবে আমার কিছু বলার থাকবে না। প্রথমত, তার সামনে এক অত্যন্ত ব্যস্ত সূচি রয়েছে। টেস্ট দলের প্রাধান্য দিয়ে সে আইপিএলে খেলতে যাচ্ছে না, এবং সে শারীরিকভাবে সঠিক অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে। তিন বছর ধরে হাঁটুর ইনজুরিতে ভুগে সে খুব বেশি ওভার বোলিং করেনি।’

তিনি আরও বলেন, ‘স্টোকসের ওপর অতিরিক্ত চাপ রয়েছে, ওয়ানডে ক্রিকেটে আরও ৮-১০ ওভার যোগ করা মানে তার শারীরিক ও মানসিক চাপ আরও বাড়ানো। ১২১ ওয়ানডে ম্যাচ খেলা একজন হিসেবে, আমি বুঝতে পারি যে ৫০ ওভারের ক্রিকেট আসলে টেস্টের চেয়ে বেশি ক্লান্তিকর, কারণ এখানে ইন্টেন্সিটি অনেক বেশি থাকে।’

ইউএ / টিডিএস

You may also like