এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে পরাজিত করে লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার (১৫ মার্চ) এস্তাদিও দে লা সিরামিকাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ভিয়ারিয়াল। প্রথম উল্লেখযোগ্য সুযোগটি তারা পায় পঞ্চম মিনিটে, তবে আয়োসে পেরেসের শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। দুই মিনিট পর পেরেসের আরেকটি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোর্তোয়া।
কর্নার থেকে হুয়ান ফয়েথ দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করেন, কঠিন কোণ থেকেও বল জালে জড়ান তিনি। এই গোলে ভিয়ারিয়াল ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
১৭ মিনিট পর সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। ব্রাহিম দিয়াজের শট ডিয়েগো কন্দে ঠেকালেও ফিরতি বল জালে পাঠান ফরাসি তারকা।
এর ছয় মিনিট পর আবারও গোল করেন এমবাপ্পে। লুকাস ভাসকেজের কাটব্যাক থেকে ডান পায়ে লক্ষ্যভেদ করে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এটি চলতি লিগ মৌসুমে তার ২০তম গোল। যেখানে তিনি বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন।
রিয়ালের জয় নিশ্চিত করতে কোচ কার্লো আনচেলত্তি ভিনিসিয়ুস জুনিয়র ও লুকা মদরিচকে মাঠে নামান। তাদের উপস্থিতিতে রিয়াল খেলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।
২৮ ম্যাচ শেষে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এদিকে ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ এবং সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আতলেতিক বিলবাও। ভিয়ারিয়াল ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
ইউএ / টিডিএস