সমুদ্রের ফর্মুলা ওয়ান’খ্যাত ‘মার সি ফর্মুলা ১’ টুর্নামেন্টের দল ফ্রান্স সেইলজিপি দলে বিনিয়োগ করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
শুক্রবার (১৪ মার্চ) কোয়ালিশন ক্যাপিটালই এমবাপের নতুন বিনিয়োগের খবর জানিয়েছে। রেসিং টুর্নামেন্ট সেইলজিপির প্রধান নির্বাহী রাসেল কোটস জানিয়েছেন, ‘আমাদের সেইলজিপি পরিবারে অংশীদার ও বিনিয়োগকারী হিসেবে কিলিয়ান এমবাপেকে স্বাগত জানানোর মতো রোমাঞ্চকর কিছু হতে পারে না। সন্দেহাতীতভাবে তিনি বর্তমান সময়ে অন্যতম প্রভাবশালী অ্যাথলেট এবং বিশ্বজুড়ে ক্রীড়ামোদীদের কাছেও প্রেরণার উৎস।’
ফুটবলের বাইরে এমবাপের এসব বাণিজ্যিক কাজে দেখভাল করছে তার কেএম ফাউন্ডেশন ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোয়ালিশন ক্যাপিটাল। বিশ্বের অন্যতম ধনী এই অ্যাথলেট এর আগে জার্মানির প্রযুক্তি প্রতিষ্ঠান ‘লোয়ে’ এবং বিলাসবহুল ঘড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘রিস্টচেক’–এ বিনিয়োগ করেছিলেন। এ ছাড়া ফ্রান্সের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় ‘কায়েন’ ক্লাবের মালিকানাও নিয়েছেন তিনি।
এমবাপে অবশ্য ক্রীড়াঙ্গনের প্রথম তারকা নন, এর আগে বক্সারসহ আমেরিকান এনএফএল তারকারাও সমুদ্রের এই রেসিং প্রতিযোগিতায় দল কিনেছেন। ২৬ বছর বয়সে ধনসম্পদ ও অভিজ্ঞতার দিক থেকে এমবাপে অনেক জনপ্রিয় তারকার সঙ্গেও পাল্লা দিয়ে চলছেন। আমেরিকান বিজনেস আউটলেট ‘ফোর্বস’–এর তথ্যমতে ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয়কারী অ্যাথলেটদের মধ্যে ষষ্ঠ স্থানে আছেন এই ফরাসি অধিনায়ক। তার বার্ষিক আয় ১১০ মিলিয়ন ডলার তবে আনুষঙ্গিক নানা বিষয় যোগ করে তার মোট বাজারমূল্য ১৮০ মিলিয়ন ডলার।
ইউএ / টিডিএস