অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে দুই বছরের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক

কর্পোরেট সম্পদের অপব্যবহারের অভিযোগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রকি এলসমকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) তার অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করে। তাকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক পরোয়ানা জারি করা হয়েছে তবে তার অবস্থান অজানা।

৪২ বছর বয়সী এই খেলোয়াড়কে এক লাখ ইউরো জরিমানা করা হয়েছে ফরাসি আদালতের পক্ষ থেকে। যার অর্ধেক অর্থ স্থগিত রাখা হয়েছে।

এলসম ৭৫টি ম্যাচে দেশটির হয়ে খেলেছেন এবং ২০০৯ সালে লেইনস্টারের হয়ে হাইনেকেন কাপ জয়ী দলটির অংশ ছিলেন। ২০১৫-১৬ সালে তিনি ফ্রান্সের দক্ষিণাঞ্চল ক্লাবের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন।

২০২৪ সালের অক্টোবরে এলসমকে প্রাথমিকভাবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু আপিলের পর পুনরায় বিচার করা হয়। তখন তাকে জালিয়াতি এবং কর্পোরেট সম্পদের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়।

এ বছর বিচারকার্য থেকে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ বাতিল করা হয়েছে। সাবেক ক্লাবের লিকুইডেটরকে ২ লাখ ১৯ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। পাবলিক প্রসিকিউটর এলসমের জন্য তিন বছরের কারাদণ্ড এবং ৬ লাখ ৩০ হাজার ইউরো জরিমানা দাবি করেছিলেন।

এলসম ২০২৪ সালের আগস্ট থেকে আয়ারল্যান্ডে বসবাস করছিলেন। গত বছর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি পালিয়ে যান।

ইউএ / টিডিএস

You may also like