২০২৭ বিশ্বকাপের জন্য রোহিতের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক

রোহিত শর্মার বয়স প্রায় ৪০ এর কাছাকাছি, কিন্তু ক্রিকেটকে তিনি আরও কিছুদিন চালিয়ে নিতে আগ্রহী। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী এই ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, তিনি এখনও অবসর নেবেন না। গুজব বন্ধ করতে রোহিত শর্মা খোলাখুলি জানিয়েছেন, অবসর নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। যদিও অনেকেই ধারণা করেছিলেন, এই বিশ্বকাপে হয়তো তার ক্যারিয়ারের শেষ দেখবেন, তবে রোহিত এসব গুজব উড়িয়ে দিয়ে বললেন, তিনি ক্রিকেটে থাকবেন।

তবে রোহিত শর্মা থাকবেন কিনা, তা নিয়ে আলোচনা চলছে। ২০২৬ সালে আইসিসি ইভেন্ট হিসেবে শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে রোহিত খেলবেন না, এটা নিশ্চিত। ২০২৪ সালের বিশ্বকাপে তিনি অবসর নিয়ে নিতে পারেন।

রোহিত শর্মার পরবর্তী লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, যেখানে তার বয়স হবে প্রায় ৪০। তবে তার ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ৭৬ রান করে তিনি ম্যাচসেরা ছিলেন।

ফিটনেস নিয়ে কিছু উদ্বেগ আছে। ভারতের কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ সম্প্রতি রোহিত শর্মার ফিটনেস নিয়ে সমালোচনা করেছেন। এর মধ্যেই ক্রিকবাজ জানিয়েছে, রোহিত শর্মা তার ফিটনেস ঠিক রাখতে কোচ অভিষেক নায়ারের সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছেন। অভিষেক এর আগে কেএল রাহুল, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন এবং রাহুলও তার প্রশংসা করেছেন।

রোহিত শর্মা তাই নিজের পুরনো সতীর্থের কাছেই ফিরছেন, যাতে তিনি ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেন। ২০২৭ বিশ্বকাপের আগে ভারত ২৭টি ওয়ানডে খেলবে এবং রোহিত শর্মা সেগুলির মাধ্যমে নিজের ফিটনেস নিশ্চিত করতে চান।

এদিকে, রোহিত শর্মা কবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা হয়নি। বোর্ডার-গাভাস্কার সিরিজ চলাকালে বলা হয়েছিল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত না হলে রোহিত এবং বিরাট কোহলির অবসর নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু ফাইনাল না হলেও এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

ক্রিকবাজ জানিয়েছে, রোহিত শর্মার টেস্ট অবসর প্রসঙ্গে সিদ্ধান্ত আইপিএল পরবর্তী সময়ে আসবে। এর পরেই ভারতের ইংল্যান্ড সফর রয়েছে এবং ভারতীয় ক্রিকেটের এক কর্মকর্তা বলেছেন, “আইপিএল শেষ হওয়ার আগে কোনো ভবিষ্যৎ বিষয়ে কিছু বলা সম্ভব নয়, একমাত্র জ্যোতিষীই তা জানাতে পারেন।”

You may also like