সমর্থন না থাকায় পিছু হটলেন রোনালদো নাজারিও

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো।

বুধবার (১২ মার্চ) বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না তিনি। কারণ প্রায় সকল ভোটারের সমর্থন আছে রদ্রিগেজের প্রতি।

তিনি আরও জানান, ২৭টি আঞ্চলিক ফেডারেশনের সঙ্গে আমার প্রথম যোগাযোগে ২৩টির সমর্থন পাইনি আমি। যদি বেশিরভাগ সিদ্ধান্ত গ্রহণকারী বিশ্বাস করেন যে, ব্রাজিলিয়ান ফুটবল ভালো হাতে আছে, তাহলে আমি কী ভাবি, সেটা কোনো বিষয় নয়।

ব্রাজিলিয়ান ফুটবলের ‘সবসময়ের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার করতে’ ফেডারেশনের সভাপতি নির্বাচনে অংশ নিতে চাওয়ার ইচ্ছার কথা গত ডিসেম্বরে জানিয়েছিলেন দুইটি বিশ্বকাপ জয়ী সাবেক এই ফুটবলার।

প্রার্থিতা উপস্থাপন করার জন্য আঞ্চলিক ফেডারেশনগুলো থেকে পর্যাপ্ত সমর্থন পেতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২৭টি আঞ্চলিক ফেডারেশন নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজে প্রতিটির জন্য বরাদ্দ রয়েছে তিনটি করে ভোট। এছাড়া শীর্ষ লিগ সেরি ‘আ’র ২০ ক্লাবের প্রত্যেকে দুটি করে এবং সেরি ‘বি’র ২০ ক্লাবের প্রত্যেকে একটি করে ভোট দিতে পারবে। আগামী বছরের নির্বাচনে রদ্রিগেজ একমাত্র প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে।

ইউএ / টিডিএস

You may also like