চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা পেতে সুবিধাজনক অবস্থান নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ।
বুধবার (১২ মার্চ) রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলের জয় তুলে নেয় আতলেতিকো। ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জয়ী হওয়ায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়ে শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে যায় ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
ম্যাচের মাত্র ২৭তম সেকেন্ডে রদ্রিগো দে পলের বাড়ানো ক্রস জালে জড়িয়ে আতলেতিকোকে এগিয়ে দেন কনর গ্যালাগার। এরপর ৬৯তম মিনিটে রিয়াল মাদ্রিদকে পেনাল্টি উপহার দেন ক্লেমন লংলে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র। তার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর আর কোনো গোল না হলে নির্ধারিত নব্বই মিনিটের খেলায় স্কোরলাইন থাকে ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটেও গোলশূন্য থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
এরপর দুই দলই নিজেদের প্রথম দুটি স্পট কিকে সফল হয়। তবে আতলেতিকোর দ্বিতীয় গোলটি বাতিল করে দেয় ভিএআর। হুলিয়ান আলভারেস কিক নেওয়ার সময় পা পিছলে গেলেও বল জালে পাঠান। কিন্তু ভিএআর জানায়, কিকের সময় তার দুই পা-ই বলে স্পর্শ করেছে ফলে গোলটি বাতিল হয়ে যায়। এতে স্বয়ংক্রিয়ভাবে ২-১ গোলে পিছিয়ে পড়ে আতলেতিকো।
তৃতীয় স্পট কিকে দুই দলই সফল হয়। এরপর রিয়ালের চতুর্থ শটটি দুর্দান্তভাবে রুখে দেন ইয়ান ওবলাক। আতলেতিকোর জন্য ৩-৩ সমতায় ফেরার সুযোগ তৈরি হয়। তবে তাদের তৃতীয় শটটি নিয়ে দুর্ভাগ্য। মার্কোস ইয়োরেন্তের নেওয়া কিক ক্রসবারে লেগে মাটিতে পড়ে বাইরে চলে যায়। সমতায় ফেরা আর সম্ভব হয়নি।
পরবর্তীতে রিয়ালের চতুর্থ শট নিতে আসেন আন্তোনিও রুয়েডিগার। ওবলাক তার শটে হাত ছুঁইয়েও ঠেকাতে পারেননি। ফলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। উল্লাসে মাতেন লস ব্লাঙ্কোসের খেলোয়াড়রা।
ইউএ / টিডিএস