৭-১ হারের পর ক্ষতিপূরণ দিচ্ছে পিএসভি

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসভি আইন্দোভেন ১-০ গোলে আর্সেনালের কাছে হেরেছে এবং এই পরাজয়ের পর তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

ফিরতি লেগে পিএসভি আজ আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে খেলবে, তবে এই ম্যাচটি এখন শুধুমাত্র নিয়মরক্ষা হিসেবে মনে হচ্ছে। পিএসভি যদি অন্তত ৭ গোলের ব্যবধানে জিততে না পারে, তবে কোয়ার্টার ফাইনালে তাদের জায়গা পাওয়া অসম্ভব। এবং এই পরিস্থিতি পিএসভি ভালোভাবে বুঝে গেছে।

তবে সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। পিএসভির অনেক ডাচ সমর্থক ইতোমধ্যে লন্ডনে যাওয়ার জন্য টিকিট কেটেছেন, এমনকি বিমানের টিকিটও সংগ্রহ করেছেন। কিন্তু যেখানে ম্যাচটি এখন শুধুমাত্র নিয়মরক্ষার, সেখানে এত অর্থ ব্যয় করে কেন তারা খেলা দেখতে যাবেন, এই প্রশ্ন তাদের সামনে এসেছে।

এ পরিস্থিতি দেখে পিএসভি কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে গেছে। প্রথম লেগে ১-৭ গোলের পরাজয়ের কারণে তারা কিছুটা অস্বস্তিতে রয়েছে। এজন্য পিএসভি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, যারা লন্ডনে গিয়ে খেলা দেখবেন, তাদের টিকিটের কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে।

পিএসভি এক ইমেইলে তাদের সমর্থকদের জানায়, “আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে বাজে ফলাফলের পরও আপনার সমর্থন এবং উপস্থিতি প্রশংসনীয়।”

আর্সেনালের কাছে বিধ্বস্ত হওয়ার পর, পিএসভি শনিবার হিরেনভিনের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করেছে এবং এই ম্যাচের মাধ্যমে ১১ মাস পর ইনজুরি থেকে ফিরে এসেছেন মার্কিন ডিফেন্ডার সার্জিনো ডেস্ট।

You may also like