বিরাট কোহলির আউট সইতে না পেরেই হার্টঅ্যাটাক হয় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর।
ওয়ানডে ফরম্যাটের মেগা প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সম্প্রতি শিরোপা জয় করেছে। তবে সেই ফাইনালের রাতেই উত্তর প্রদেশের একটি পরিবারে ঘটে গিয়েছিল এক শোকাবহ দুর্ঘটনা।
৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। কিউইরা প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আড়াইশ রান ছাড়িয়ে যায়। তবে সেই পুঁজি ভারত সহজেই টপকায়। ম্যাচের শেষে কোহলি মাত্র ১ রানে আউট হলে তার আউট দেখে ১৪ বছর বয়সী প্রিয়ানশি নামের এক কিশোরী মারা গেছে বলে গুঞ্জন ছড়ায়। তবে তার পরিবার এই দাবি অস্বীকার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮–কে প্রিয়ানশির বাবা অজয় পান্ডে জানিয়েছেন, তিনি সেই সময় (মেয়ের হার্টঅ্যাটাক) ঘরের বাইরে ছিলেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস দেখেই বাজারে চলে যান তিনি। এরপরই বাড়ি থেকে কল আসে প্রিয়ানশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার মেয়েকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার সঙ্গে কোহলির আউটের কোনো সম্পর্ক নেই।
প্রিয়ানশির মৃত্যু নিয়ে দ্রুত গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি স্থানীয় কিছু সংবাদমাধ্যমে প্রতিবেশীরা বলেছে, কোহলির আউট দেখে মানসিকভাবে আঘাত পেয়েছিল কিশোরী। তবে তার পরিবার এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। তাদের বক্তব্য যখন ওই ঘটনা ঘটেছিল তখন ভারত ভালভাবে খেলছিল এবং কোহলি তখনও ব্যাট করতে ক্রিজে আসেননি।
ইউএ / টিডিএস