৪
আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে স্প্যানিশ দুই বড় দল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জয় পেয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে আজ আতলেতিকো মাদ্রিদের সামনে রয়েছে দুর্দান্ত এক সুযোগ নিজেদের মাঠে ফিরে আসার। এস্তাদিও মেত্রোপলিতানোতে তারা লস ব্লাঙ্কোসদের আতিথেয়তা জানাবে।
আতলেতিকো-রিয়াল
রাত ২টা, সরাসরি
সনি টেন ৩
আর্সেনাল-পিএসভি
রাত ২টা, সরাসরি
সনি টেন ১