লিভারপুলের স্বপ্নভঙ্গ করে কোয়ার্টারে পিএসজি

স্পোর্টস ডেস্ক

টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো আর্নে স্লটের দলকে।

মঙ্গলবার (১১ মার্চ) শেষ ষোলোর ফিরতি লেগে রাতে লিভারপুলের ঘাঁটি অ্যানফিল্ডে জয় উদযাপন করল পিএসজি। প্রথম লেগে ১-০ গোলে পরাজিত হওয়া ফরাসি দলটি ফিরতি লেগে একই ব্যবধানে জয় পায়। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে দারুণ সাফল্য অর্জন করে লুইস এনরিকের দল।

গত সপ্তাহের প্রথম লেগে পুরো ম্যাচে দাপট দেখানোর পর আচমকা একটি গোল খেয়ে হারতে হয়েছিল পিএসজিকে। এবারের লড়াই ছিল আরও রোমাঞ্চকর। আত্মবিশ্বাসী শুরু করার পর হঠাৎ গোল খায় লিভারপুল।

প্রথমার্ধে দুই দলই সমানতালে আক্রমণ চালালেও বিরতির পর চিত্র বদলে যায় এবং তুলনামূলক ভালো খেলে স্বাগতিকরা। অতিরিক্ত সময়ের শেষ ভাগে আবারও নিয়ন্ত্রণ নেয় পিএসজি। দুই লেগের ১-১ সমতা শেষে ১২০ মিনিটের লড়াই শেষ হয়ে যায়। সব আলো নিজের দিকে টেনে নেন দোন্নারুম্মা। টাইব্রেকারে পিএসজির চারটি শটই সফল হয় আর বিপরীতে দারউইন নুনেস ও কার্টিস জোন্সের শট দুটি ঠেকিয়ে দলকে জয় এনে দেন দোন্নারুম্মা।

ইউএ / টিডিএস

You may also like